fbpx

ডোমেন এর বিস্তারিত

আজ আলোচনা করবো ডোমেইন এক্সটেনশন এবং TLD নিয়ে। বর্তমানে ডোমেইন বাজারে প্রায় ১৬০০ এর বেশি একটিভ ডোমেইন এক্সটেনশন আছে। তার মধ্যে .com .net .org খুবই জনপ্রিয়। এই ডোমেইনের প্রতিটি আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়। প্রতিটা ডোমেইন এর ব্যবহার ক্ষেত্র আলদা আলাদা করে মনে রাখা সম্ভব নয় জন্য এদেরকে বিভিন্ন শ্রেণী (TLD) তে ভাগ কার হয়েছে।TLD এর শ্রেণী বিভাগঃ

  1. Original top-level domains
  2. infrastructure top-level domain (ARPA)
  3. generic top-level domains (gTLD)
  4. Geographic top-level domains
  5. country code top-level domains (ccTLD)

Original top-level domain এর মধ্যে আছে .com, .net, .org এক্সটেনশন গুলো, যা সর্বসাধারনের জন্য উন্মুক্ত। এই Original top-level domain গুলো বিশ্বের যে কোন ব্যক্তি তার নাম এ রেজিট্রার বা নিবন্ধন করে নিতে পারেন।Infrastructure top-level domain (ARPA) এই ডোমেইন ঠিকানা এবং রাউটিং প্যারামিটার অঞ্চল এর জন্য ব্যবহার করা হয়। .arpa এ টি সাধারণ কোন ব্যক্তির নামে নিবন্ধন করা যায় না। এটি শুধুমাত্র আন্তজার্তিক স্বীকৃত এমন ভৌগলিক গবেষনা প্রতিষ্ঠান নিবন্ধন করতে পারবেন।Generic top-level domains (gTLD) এই TLD এর ডোমেইন ২ প্রকার

  • ICANN-era generic top-level domains
  • Internationalized generic top-level domains

ICANN-era generic top-level domains হলো বিভিন্ন শব্দ ভিত্তিক ডোমেইন এক্সটেনশন যেমন .academy, .accountant, .actor, .book ইত্যাদি এই সকল ডোমেইন এক্সটেনশন গুলো এর অন্তর্ভুক্ত। এই ডোমেইন এক্সটেনশন গুলো যে কেউ নিতে পারবে। তবে শব্দ ভেদে কিছু রিডাইরেকশন আছে। যেমন .bank শুধু ব্যাংকের জন্য নিবন্ধন করা যাবে।Internationalized generic top-level domains এই ডোমেইন এক্সটেনশন গুলো script এর মাধ্যমে তৈরী করা হয়। তবে কেন এবং কি কারনে এই ডোমেইন এক্সটেনশন গুলো ব্যবহার বা তৈরী করা হয় সেটা আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। এই ডোমেইন গুলো তৈরী করতে প্রধানত ৩ ধরনের/ভাষার script ব্যবহার করা হয়।

  • Arabic script
  • Chinese characters
  • Cyrillic script

Geographic top-level domains: এই TLD গুলো শহরের নাম অনুসারে হয়। যেমনঃ .abudhabi এটি শুধু মাত্র দুবাই এ জনগণ নিতে পারবে। .tokyo এটি শুধুমাত্র জাপানের জনগণ নিতে পারবে।country code top-level domains (ccTLD) এই TLD ও ২ প্রকার

  • Latin-character country-code TLDs
  • Internationalized country code top-level domains

Latin-character country-code TLDs এটি প্রতিটা দেশের নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। যেমন .bd এটি বাংলাদেশের জন্য, .au অট্রেলিয়ার জন্য, .ma মারোক্ক এর জন্য।তবে আপনি কি জানেন আমরা .me নামের যে ডোমেইন এক্সটেনশন নিজেদের পোর্টফোলিও ডোমেইন এক্সটেনশন হিসেবে ব্যবহার করি বা অনেকেই মনে করি এটি পোর্টফোলিও তৈরী করার জন্য এ ডোমেইন এক্সটেনশন, তাদের ধারণা সম্পূর্ণ ভুল । মুলত এটি মন্টিনিগ্রো দেশের ccTLDsInternationalized country code top-level domains এটি বিভিন্ন দেশের জাতীয় ভাষা দিয়ে তৈরী ডোমেইন এক্সটেনশন। যেমন .বাংলা এটি বাংলাদেশের, .ею এটা ইউরোপ এর, .भारत এটা ভারতের।আমাদের জনপ্রিয় আরেকটি ডোমেইন .xyz যা আমারা খুই কম দামে নিবন্ধন করে থাকি। আপনি জানেন নি এটি কোন TLD এর অর্ন্তভূক্ত?এই প্রশ্নের উত্তর জানাবো ২৪ ঘন্টা পর, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আল্লাহ হাফেজ 🙂🙂